নিয়োগ বিজ্ঞপ্তি
Notice Date: 19/11/2025
ইনস্টিটিউট
অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
রাজশাহী
বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি নং :১/২০২৫
তারিখ: ২০-১১-২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
|
পদের
নাম ও সংখ্যা |
বিষয়ের
নাম ও সংখ্যা |
বেতনস্কেল |
|
সহকারী
অধ্যাপক অথবা প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে)
|
ফাইন্যান্স/হিসাববিজ্ঞান
(১টি) |
সহকারী অধ্যাপক:টা. ৩৫,৫০০-৬৭,০১০/- প্রভাষক :টা. ২২,০০০-৫৩,০৬০/- এবং ৮মজাতীয় বেতন স্কেল
২০১৫ অনুযায়ী প্রচলিত ভাতাদি |
|
সহযোগীঅধ্যাপক |
মার্কেটিং
(১টি) |
সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০/- এবং ৮মজাতীয়
বেতনস্কেল ২০১৫ অনুযায়ী প্রচলিত ভাতাদি |
উপর্যুক্ত প্রতিটি পদসমূহে নিয়োগের জন্য নিম্নে আবেদনপত্রের লিংক, পূর্নাঙ্গ বিজ্ঞাপন ও প্রয়োজনীয় তথ্যাদিরলিংক প্রদান করা হয়েছে। আইবিএ’র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণপূর্বক বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ ১১ (এগার) সেট আবেদন পত্র পরিচালক, আইবিএ, রাবি-এর অফিসে ১৫-১২-২০২৫ তারিখ বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের সাথে সহযোগী অধ্যাপক পদের জন্য ২০০০/- (দুইহাজার) টাকা এবং সহকারী অধ্যাপক/প্রভাষকপদের জন্য ১০০০/- (একহাজার) টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে “পরিচালক,আইবিএ”, নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব ২০০০০২২৩৬২৭৩ নম্বরে পে-অর্ডার/ব্যাংকড্রাফট মাধ্যমে জমা দিতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে। চাকুরিরত প্রার্থীরক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র, চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট, সকল প্রকার গবেষণামূলক প্রবন্ধের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।
ড. মোঃ শরিফুল ইসলাম
প্রফেসর ও পরিচালক
এখানে ক্লিক করে Teacher's Application Form ডাউনলোড করুন এবং পূর্নাঙ্গ বিজ্ঞাপন জন্য নিচের DOWNLOAD ব্যবহার করুন।